কৃষি পণ্যের নায্য মূল্যের দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সিপিবি’র মানববন্ধন

প্রকাশ : ২০ মে ২০১৯, ১৬:৪৭

ধান, আমসহ সকল কৃষি পণ্যের নায্য মূল্যের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) চাঁপাইনবাবগঞ্জ শাখা।

সোমবার (২০ মে) দুপুরে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সিপিপি কেন্দ্রীয় কমিটি সেক্রেটারি মুক্তিযোদ্ধা শাহ আলম।

চাঁপাইনবাবগঞ্জ সভাপতি ইসরাইল সেন্টু, সেক্রেটারি আবু হাসিব, পাবনা সিপিবি সেক্রেটারি আহসান হাবিব, জেলা কৃষক সমিতি সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ন কবির, কৃষক নেতা তোফিকুল ইসলাম প্রমুখ এতে বক্তব্য রাখেন।

কৃষক বাঁচাও, দেশ বাঁচাও স্লোগাণে বক্তরা বলেন, ইউনিয়ন পর্যায়ে ধান ক্রয়কেন্দ্র খুলতে হবে।

তারা বলেন, ধানের উৎপাদন খরচের তুলনায় বিক্রয় মূল্য অর্ধেক। গত কয়েক বছর যাবৎ মূল্য না পেয়ে পথে বসেছে আম চাষীরা। এসবের দায়ভার সরকার এড়িয়ে যেতে পারে না। কৃষি পণ্য সিন্ডিকেটের হাত থেকে কৃষককে বাঁচাতে হবে।

এর আগে শহরের বিএমএ হলঘরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সিপিবির কর্মী সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি ইসলাইল সেন্টুর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী মুক্তিযোদ্ধা শাহ আলম।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত