গজারিয়ায় পাঁচ বছরের শিশু ধর্ষণ, আটক যুবক

প্রকাশ | ২০ মে ২০১৯, ১২:০৮ | আপডেট: ২০ মে ২০১৯, ১৩:২৫

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মো. ইসমাইল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

১৯ মে (রবিবার) দুপুরে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের একটি গ্রামে শিশু ‘ধর্ষণের’ ঘটনা ঘটে। পরে বিকেলে ওই যুবককে আটক করে পুলিশ।

ইসমাইল বালুয়াকান্দি ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা।

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মামুন আল রশীদ বলেন, ‘গতকাল রবিবার দুপুরে গ্রামের একটি ঝোপের আড়ালে নিয়ে ইসমাইল শিশুটিকে ধর্ষণ করে। স্থানীয়রা শিশুটির চিৎকার শুনে এগিয়ে গেলে ইসমাইল পালিয়ে যায়।’

‘বিকেল ৪টার দিকে রায়পাড়া খেয়াঘাট এলাকা থেকে ইসমাইলকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে।’

২০ মে (সোমবার) শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলে জানান পরিদর্শক।