ধানের ন্যায্যমূল্যের দাবিতে সুনামগঞ্জে কৃষক সংহতি মানববন্ধন

প্রকাশ : ১৯ মে ২০১৯, ১২:২৩

নুর উদ্দিন

সুনাগঞ্জের হাওরের কৃষকদের কাছ থেকে হয়রানি মুক্ত ও সিন্ডিকেট-ফড়িয়ামুক্ত পরিবেশে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা বৃদ্ধির দাবিতে কৃষক সংহতি নামের একটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

শনিবার দুপুর সাড়ে ১২টায় সুনামগঞ্জ আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী, কৃষক নেতৃবৃন্দসহ সুধীজন অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮-২০১৯ অর্থবছরে সুনামগঞ্জের হাওরে ১৩ লাখ ১২ হাজার ৫০০ মেট্রিকটন ধান উৎপাদন হয়েছে। এই অর্থবছরে কৃষকদের উৎপাদিত ধান থেকে মাত্র ৬৫০৮ মেট্রিকটন ধান নেবে সরকার। যা উৎপাদনের তুলনায় অতি নগণ্য। কৃষক পরিবারপ্রতি মাত্র সাড়ে ১৮ কেজি ধান, যার আর্থিক মূল্য মাত্র ৪৮৩ টাকা সরকারকে দিতে পারবে কৃষক। এটা কৃষকদের সাথে প্রহসন ছাড়া আর কিছুই নয়।

কৃষক সংহতির নেতা শামস শামীমের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র আইনজীবী লেখক হোসেন তওফিক চৌধুরী, লেখক সুখেন্দু সেন হারু, মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর, অ্যাডভোকেট রুহুল তুহিন, সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, সিপিবির সাধারণ সম্পাদক এনাম আহমেদ, সাবেক চেয়ারম্যান সাহাব উদ্দিন, ওবায়দুর রহমান কুবাদ, আশরাফ হোসেন লিটন, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, কৃষক লীগের সদস্যসচিব সাংবাদিক বিন্দু তালুকদার, সত্যজিৎ আচার্য্য চন্দন, ছাত্রনেতা আসাদ মনি প্রমুখ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত