শিবগঞ্জ খাদ্য গুদামে পচা গম, চাল সংগ্রহের অভিযোগে প্রতিবাদ মিছিল

প্রকাশ : ১৭ মে ২০১৯, ১৩:৩৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ খাদ্য গুদামে পচা গম ও চাল ক্রয় করা হচ্ছে এমন অভিযোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শিবগঞ্জ উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে অনুষ্ঠিত মিছিলে স্থানীয় যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি খাদ্য গুদাম থেকে বের হয়ে শিবগঞ্জ পৌর এলাকার কয়েকটি সড়ক ঘুরে ডাকবাংলো চত্বরে এসে পথসভা করে।

এতে বক্তব্য দেন উপজেলা যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি রিজভী আলম রানা প্রমুখ।

এদিকে মিছিল চলাকালীন সময় উপজেলা পরিষদ চত্বরে পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও আতংক সৃষ্টি হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার মোঃ মশিউর রহমান জানান, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলযোগে আসা অজ্ঞাতরা ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদের সনাক্ত করে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত বুধবার (১৫ মে) শিবগঞ্জ খাদ্য গুদামে কৃষকদের নিকট থেকে গম সংগ্রহের মধ্য দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। কিন্তু ওই দিনই গুদামের সামনে ট্রলি ভর্তি পঁচা গম সংগ্রহের অভিযোগ তুলে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ কর্মীরা বিক্ষোভ করে প্রতিবাদ জানান।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত