নেত্রকোনায় ঋণ নিয়ে বিরোধে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ : ১৬ মে ২০১৯, ১৩:০২

সাহস ডেস্ক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ঋণ নিয়ে বিরোধের জের ধরে জোবায়ের আলম হাসান (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

১৫ মে (বুধবার) দিনগত রাত দেড়টার দিকে কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ছেলেকে রক্ষা করতে গিয়ে হাসানের মা-বাবাসহ পরিবারের তিনজন আহত হয়েছেন।

নিহত হাসান একই গ্রামের রুহুল আলমের ছেলে। তিনি পেশায় সিএনজি চালিত অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয়রা জানান, উপজেলার মাসকা ইউনিয়নের আলমপুর গ্রামে আবুল কালামের সঙ্গে জুবায়ের হাসানের ঋণের টাকা নিয়ে বিরোধ চলছিল।

এর জের ধরে বুধবার দিনগত রাতে হাসানের ওপর অতর্কিত হামলা চালনো হয়। এ সময় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ সময় হাসানের বাবা রুহুল আমিন, মা কল্পনা আক্তার ও চাচা ফারুক এগিয়ে গেলে তাদেরও কুপিয়ে আহত করে প্রতিপক্ষের লোকজন।

রাত ৩টার দিকে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

১৬ মে (বৃহস্পতিবার) ভোরে এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, ‘একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আশরাফুল এবং হাসানের মধ্যে টাকা পাওনাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার রাত দেড়টার দিকে হাসানের ওপর হামলা চালায় আজাদসহ তার লোকজন।’

হামলায় হাসান নিহত ও বাবা, মা এবং চাচা মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনায় আবুল কালাম আজাদ, খোকন ও ঝরনা আক্তার নামে তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত