পঞ্চগড়ে কাঁচা চা পাতার মূল্য ২৪ টাকা

প্রকাশ : ১৬ মে ২০১৯, ১২:০৬

ডিজার হোসেন বাদশা

পঞ্চগড়ে কাঁচা চা পাতার মূল্য প্রতি কেজি ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে। জেলার ক্ষুদ্র চা চাষী ও চা কারখানার মালিকদের নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়। 

বুধবার বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ক) আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার সুদশন কুমার রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, চা বোডের কর্মকর্তা শামিম ইকবালসহ ক্ষুদ্র চা চাষী ও কারখারনার মালিকরা। 

এর আগে, কাঁচা চা পাতা সরকারি নির্ধারিত মূল্য ২৪ টাকা ৫০ পয়সায় ক্রয় না করে চা কারখানার মালিকরা ২০ টাকায় ক্রয় করতো। এর প্রতিবাদে এবং লোকসানের মুখে পড়ে গত রবিবার (১২ মে) তেঁতুলিয়া উপজেলার শালবাহন রোড মাঝিপাড়া এলাকায় নায্য মূল্যের দাবিতে মহাসড়ক অবরোধ করে ক্ষুদ্র চা চাষীরা। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচী প্রত্যাহর করে নেওয়া হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত