মাভাবিপ্রবিতে ভাসানী পরিষদের ঐতিহাসিক ফারাক্কা দিবস পালন

প্রকাশ : ১৬ মে ২০১৯, ১১:৫০

মাভাবিপ্রবি প্রতিনিধি

“মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ, মওলানা ভাসানীর অসম্প্রদায়িক বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাভাবিপ্রবি ভাসানী পরিষদের আয়োজনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিশ্ববিদ্যালয়ের শাহ নাসিরুদ্দিন বোগদাদী এতিমখানায় এ আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ট সহোচর মোহাম্মদ হোসেন। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন নাগরপুর এলাসিন মওলানা ভাসানী কলেজের অধ্যক্ষ এনামুল করিম শহীদ। 

অনুষ্ঠানে অ্যাডভোকেট সাব্বির আহমেদ, মাভাবিপ্রবি ভাসানী পরিষদের কার্যকরী সভাপতি মুহাম্মদ ইপিয়ার হোসেন, সাধারণ সম্পাদক এম.এ আজাদ খান ভাসানী, মাভাবিপ্রবি অফিসার্স এসাসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুসহ ভাসানী পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত