দেবহাটায় বাস-টেম্পু সংঘর্ষে নিহত ১

প্রকাশ | ১৪ মে ২০১৯, ১২:৫৯

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা দেবহাটায় যাত্রীবাহী বাস ও মালবাহী টেম্পুর সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় মৃত্যুঞ্জয় বাচার (৪০) নিহত হয়েছেন। তাপস বাচার (৩৫) একজন নামের গুরুতর আহত হয়েছে। উভয়েই সাতক্ষীরার গাঁভা ফিংড়ী এলাকার বাসিন্দা এবং সাতক্ষীরার নেসলে কোম্পানির গুড়ো দুধ পরিবেশক মেসার্স কুয়াশা এন্টারপ্রাইজের কর্মচারী।

মঙ্গলবার সকাল ১০টার দিকে দেবহাটার পারুলিয়া উত্তরণ অফিসের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

নিহত মৃত্যুঞ্জয় বাচার গাভা গ্রামের নরেন বাচারের ছেলে ও আহত তাপস বাচার একই গ্রামের বঙ্কিমের বাচারের ছেলে।

দুর্ঘটনা পরবর্তী আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে প্রথমে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হওয়ায় সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়। সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত্যুঞ্জয় বাচারকে মৃত্য ঘোষণা করে। 

পারুলিয়া ইউপি চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম জানায়, সাতক্ষীরা থেকে মেসার্স কুয়াশা এন্টারপ্রাইজের গুড়োদুধ সরবরাহকারী টেম্পুটি পারুলিয়ার দিকে যাওয়ার সময় উত্তরণ অফিসের সামনে পৌঁছালে কালীগঞ্জ থেকে আসা সাতক্ষীরা গামী যাত্রীবাহী বাস টেম্পোটিকে সজোরে ধাক্কা দিলে মৃত্যুঞ্জয় নিহত ও তাপস গুরুতর আহত হয়। 

এঘটনায় স্থানীয়রা বাসের চালক কালীগঞ্জের সাজু হোসেনকে আটক করে পরে পুলিশে সোপর্দ করে। 

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাহস২৪.কম/রিয়াজ