ভেজাল প্রতিরোধে পঞ্চগড় জেলা প্রশাসনের বাজার মনিটরিং

প্রকাশ : ১৩ মে ২০১৯, ১৭:৪২

ডিজার হোসেন বাদশা

পবিত্র রমজান উপলক্ষে ভেজাল প্রতিরোধ ও নির্ধারিত মূল্যে নিত্যপণ্য বিক্রয়ে এবং ভক্তা অধিকার সংরক্ষণে বিশেষভাবে বাজার তদারকি শুরু করেছে পঞ্চগড় জেলা প্রশাসন।

রমজান উপলক্ষে বাজার মনিটরিং কমিটি কর্তৃক নির্ধারিত মূল্যে নিত্যপন্য বিক্রয়সহ ভেজাল প্রতিরোধে প্রতিদিন বিশেষ অভিযান চালানো হচ্ছে।

সোমবার সকালে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে একটি দল জেলা শহরের কদমলা রোডের ফলের দোকান, কাঁচাবাজার, মাছ-মাংস-মুরগি, দুধসহ বিভিন্ন দোকান পরিদর্শন করেন।

এ সময় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ৫০০ টাকা করে প্রতিকী জরিমানা করা হয়। অভিযানে জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্তি জেলা প্রশাসক এহেতেশাম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, পৌরসভা মেয়র তৌহিদুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত