‘ত্রাণ বিতরণে দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে’

প্রকাশ : ১৩ মে ২০১৯, ১৫:৫৯

সাহস ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, ‘সারাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এ কাজে সংশ্লিষ্ট কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড় দেয়া হবে না।’

১৩ মে (সোমবার) দুপুরে সাভার উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রমজান মাসে কেউ খাদ্যে ভেজাল করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে দেশের মানুষ শান্তিতে বসবাস করছে।’

তিনি আরও বলেন, ‘দেশে এখন কোনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নেই। এ দেশে আর কখনও জঙ্গিবাদ সৃষ্টি হবে না বলে আশা করি।’

এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত