সমুদ্রসৈকতে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

প্রকাশ | ০৯ মে ২০১৯, ১২:১২

অনলাইন ডেস্ক

কক্সবাজার সমুদ্রসৈকতের ডায়াবেটিক হাসপাতাল পয়েন্ট সংলগ্ন ঝাউবন এলাকায় র‍্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। র‌্যাবের দাবি, নিহতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত।

৮ মে (বুধবার) দিবাগত রাত আড়াইটায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ রামুর সহকারী পরিচালক এএসপি শাহ আলম।

ঘটনাস্থল থেকে একটি দু’নলা বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও ১০ হাজার পিস ইয়াবা জব্দের দাবি করেছে র‌্যাব। নিহতদের মধ্যে মুহাম্মদ মাসুম (৩৫) নামে একজনের নাম জানা গেলেও অপরজনের নাম ঠিকানা কিছুই এখনো জানা যায়নি।

কক্সবাজার র‌্যাব-১৫ এর ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, ‘সাগরপথে একটি ইয়াবার চালান আসবে; এমন খবরে ওই এলাকায় অবস্থান নেয় র‌্যাব। এ সময় তাদের অবস্থান টের পেয়ে গুলি ছোঁড়ে মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলি থেমে গেলে ঝাউবন তল্লাশী করে অস্ত্র ও ইয়াবাসহ এ দুইজনের মৃতদেহ উদ্ধার করে র‌্যাব।’

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা তিনি।