১০ হাজার পিস ইয়াবাসহ আটক পুলিশের সাবেক সদস্য

প্রকাশ : ০৮ মে ২০১৯, ১৩:২৯

সাহস ডেস্ক

রাজধানীর আরামবাগ থেকে ১০ হাজার ১০০ পিস ইয়াবাসহ পুলিশের সাবেক সদস্য মাহফুজুর রহমান (৩০) নামে একব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। আটক মাহফুজ পুলিশের সাবেক সদস্য; বাহিনীর নিয়ম লঙ্ঘনের দায়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। 

৭ মে (মঙ্গলবার) দিনগত রাতে রাজধানীর আরামবাগ এলাকায় অভিযান চালিয়ে মাহফুজকে আটক করা হয়।

র‌্যাব-২ এর কোম্পানী কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী বলেন, ‘মাহফুজুর পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কিন্তু আইন লঙ্ঘনের ঘটনায় তাকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়। এরপরও নিজেকে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন তিনি।’

তিনি বলেন, ‘পুলিশের ভুয়া এএসআই পরিচয়ের আড়ালে মাহফুজুর নিয়মিত কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা আনা-নেওয়া করতেন। এরই ধারাবাহিকতায় ইয়াবার একটি চালান নিয়ে ঢাকায় আসার পরপরই ভুয়া এএসআই-এর পোশাক পরিহিত অবস্থায় মাহফুজুরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, ‘আটক মাহফুজুর একজন পেশাদার ইয়াবা ব্যাবসায়ী। বুধবার (০৮ মে) বেলা ২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত