চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

প্রকাশ : ০৭ মে ২০১৯, ১৯:২৯

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় মো. ফটিক (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে এক লক্ষ টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (৭ মে) দুপুরে অতিরিক্ত দায়রা জজ শওকত আলী একমাত্র আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডিত ফটিক সদর উপজেলার গোয়ালডুবি গ্রামের মো. এহিয়ার ছেলে।

মামলার বিবরণে ও রাষ্ট্রপক্ষের আইনজীবী আঞ্জুমান আরা বেগম জানান, গত বছরের ১৯ ফেব্রুয়ারি রাতে সদর উপজেলার আলীম নগর গ্রাম থেকে দুই কেজি একশ গ্রাম হেরোইনসহ র‌্যাবের অভিযানে হাতে নাতে গ্রেপ্তার হন ফটিক। এ ঘটনায় পরদিন র‌্যাব-৫ ব্যাটালিয়ন এর উপপরিদর্শক (এসআই) মোস্তাকিন হোসেন মাদক ব্যবসার অভিযোগে ফটিকের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রনি সাহা ফটিককে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

৬ সাক্ষীর বয়ান, প্রমাণ ও শুনানী শেষে আদালত ফটিককে অপরাধী সাব্যস্ত করে মঙ্গলবার দুপুরে সাজা ঘোষণা করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী সাদরুল আমীন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত