সৈয়দপুরে ৩৮টি বসতঘর আগুনে পুড়ে ছাই

প্রকাশ | ০৭ মে ২০১৯, ১৫:০১

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরের কাশিরাম বেলপুকুর ইউনিয়নের দেড়আনীতে ৩২ পরিবারের ৩৮টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। পুড়েছে ঘরে থাকা আসবাবপত্র, নগদ অর্থ, ধান, চাল। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি এতে প্রায় ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

রবিবার (৫ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সৈয়দপুর ও তারাগঞ্জ উপজেলা দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

তারাগঞ্জ দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, ওই এলাকার মমিনুলের বাড়ি থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হলে মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকার করার নিদের্শ দেওয়া হয়েছে। সরকারিভাবে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

তিনি বলেন, অগ্নিকাণ্ডে পরিবারগুলোর সহায় সম্বল কিছুই রক্ষা পায়নি। এদিকে জেলা প্রশাসনের পক্ষে পরিবার প্রতি ৩০ কেজি করে চাল ও নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

সাহস২৪.কম/রিয়াজ