রমজানে বাজার নিয়ন্ত্রণে কুষ্টিয়ায় মনিটরিং টিমের অভিযান

প্রকাশ : ০৪ মে ২০১৯, ১৭:৪৭

রোকনুজ্জামান

রমজানে চাল, ডাল, তেল, মাছ, মাংশসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যে সহনীয় পর্যায়ে রাখতে মাঠে নেমেছে কুষ্টিয়া জেলা প্রশাসন কর্তৃক গঠিত বাজার মনিটরিং টিম।

বৃহস্পতিবার সকাল থেকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহারের নের্তত্বে কুষ্টিয়ার বড় বাজার, পৌরবাজারসহ এনএস রোডের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। দিনব্যাপী চলা অভিযানে বেশ কয়েকটি দোকানে জরিমানাসহ কয়েকজনকে আটক করা হয়েছে।

অভিযানে নেতৃত্বদানকারী কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার জানান, রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে রাখতে এখন থেকে প্রতিদিনই বাজার মনিটরিং টিমের অভিযান চলবে।

এসময় কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরীসহ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা, বাজার মনিটরিং কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও র‌্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত