শেয়ারবাজার স্থিতিশীল রাখার ব্যবস্থা নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশ : ০১ মে ২০১৯, ০১:৫৬

সাহস ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘শেয়ারবাজারে আমরা সবধরনের সুযোগ দিচ্ছি। এখানে আগে অনেক ঘটনা ঘটে গেছে। শেয়ারবাজার নিয়ে খুব বেশি শঙ্কিত হওয়ার কিছু নেই, বাজার স্থিতিশীল রাখার ব্যবস্থা নিচ্ছে সরকার।’

৩০ এপ্রিল (মঙ্গলবার) রাতে জাতীয় সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই শেয়ারবাজার নিয়ে অনেক ঘটনা ঘটে গেছে অতীতে। এটা যাতে স্থিতিশীল থাকে তার জন্য অনেক ব্যবস্থা আমরা নিয়েছি। কেউ যদি কোনো রকম গেম খেলতে চায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হবে।’

তিনি বলেন, ‘তবে এটাও আমি বলব, এটাও তো একটা জুয়া খেলার মতো। আপনি দিলেন, ওটা ভালোও হতে পারে, তবে যারা যাবেন তারা ওটা বিবেচনা করে যাবেন। কোন কোম্পানির শেয়ার কিনছেন সে কোম্পানির প্রকৃত অবস্থাটা কী, সে কোম্পানিতে কিনলে লাভ হবে কি না- এটা কিন্তু তার বিষয়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ-ই প্রথম উদ্যোগ নেয় বাংলাদেশকে মর্যাদাশীল করার। সেই পথে দেশ এগিয়েছে অনেক দূর, বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল।’

সংসদে যোগ দেওয়া বিএনপির সংসদ সদস্যদের স্বাগত জানান প্রধানমন্ত্রী।

আর সবশেষে অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পড়ে শোনান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত