নওগাঁয় শিশু অপহরণের অভিযোগে যুবক আটক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৯, ১২:১৭

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে শিশু অপহরণকারী সন্দেহে সোহাগ (২০) নামের এক যুবককে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার তিলনা ইউনিয়নের বাবুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী, চন্দুরা গ্রামের স্বপন এর ছেলে মোহাম্মদ বিপ্লব (৭), রুবেল এর ছেলে ফহিম (৬), রাব্বানীর ছেলে মাসুম (৬) ও রফিকুলের ছেলে আব্দুল্লাহ্ (৭) ৪ সহপাঠি বাড়ির সামনে খেলা করছিলো। এসময় কথিত অপহরণকারী শিশুদের বিস্কুটের লোভ দেখিয়ে গ্রাম থেকে প্রায় ১ কিলোমিটার দূরে পানিখাকা পুকুরের কাছে নিয়ে যায়। ৪ জন শিশুর মধ্যে তিন জনকে ৫০ টাকার একটি নোট ধরিয়ে দিয়ে দোকানে বিস্কুট নিতে পাঠিয়ে দিয়ে ফোনে অন্য কোন ব্যক্তিকে বলে মক্কেল পাওয়া গেছে। ৩ শিশু বিস্কুট নিতে গেলে টাকা কোথায় পেলো জানতে চাইলে শিশুরা দোকানদারকে সব ঘটনা খুলে বলে। বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে থাকা শিশুর মা পানিখাকা নামন পুকুরে ছুটে গিয়ে তার সন্তানকে উদ্ধার করেন।

এ সময় অপহরণকারী ওই যুবক দৌড়ি পালিয়ে যায়। অপহরণকারী যুবকের বাড়ি পাশ্ববর্তী দমদমা গ্রামে বলে চিনতে পারায় ওই দিন সন্ধ্যায় গ্রামের লোকজন সেই যুবকের বাড়িতে গিয়ে কথিত অপহরণকারী সোহাগ হোসেনকে আটক করে। শিশু অপহরণ চেষ্টায় অভিযুক্ত যুবক উপজেলার দমদমা গ্রামের আইনাল হক মাষ্টারের ছেলে।

সাপাহার থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ্ শিশু অপহরণ চেষ্টার অভিযোগে সোহাগ নামের এক যুবককে থানায় দিয়েছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত