লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৯, ১৮:২২

বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইড আইনি সেবাদান- এমন স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে র‌্যালি, আলোচনা সভা ও মেলার আয়োজন করা হয়।

রবিবার (২৮ এপ্রিল) জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা লিগ্যাল এইডের আয়োজনে ও জেলা ও দায়রা জজ মো: শাহেনূর এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সিরাজ উদ দৌলা (কুতুবী), জেলা লিগ্যাল এইড অফিসার ফাহাদ বিন আমিন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: মমিনুল হাসান, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন, সিভিল সার্জন ডা: মোস্তফা খালেদ আহমদ, লক্ষ্মীপুর জজ কোর্টের পিপি এ্যাড: জসিম উদ্দিন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড: হুমায়ুন কবির, এ্যাড: হাবিবুর রহমান, শ্যামল কান্তি চক্রবর্তী, মুনির হোসেন চৌধুরী প্রমুখ।

এসময় অন্যান্য বিচারক, আইনজীবী, এনজিও নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। আলোচনা শুরু পূর্বে অতিথিবৃন্দ ফিতা কেটে লিগ্যাল এইড মেলা উদ্বোধন ঘোষণা করেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত