ট্রাক্টর রাখাকে কেন্দ্র করে যুবক খুন, আটক ৩

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৯, ১২:৩৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রুবেল ওরফে ডালিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি ইসলামপুর ইউনিয়নের কাজিপাড়া এলাকার আবুল কাসেমের ছেলে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে ট্রাক্টর রাখাকে (পার্কিং) কেন্দ্র করে কাজিপাড়া গ্রামের দুটি পক্ষের মধ্যে বিবাদ হয়। এনিয়ে সন্ধ্যা ৭টার দিকে একদফা ও পরে রাত ৯টার দিকে দ্বিতীয় দফা ওই এলাকায় দু’পক্ষে সংঘর্ষ হয়। দ্বিতীয় দফা সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে আহত হন ডালিম। প্রথমে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

সদর থানার পরিদর্শক (অভিযান) ইদ্রিস আলী জানান, পুলিশ গভীর রাতে সদর হাসপাতাল থেকে ডালিমের মৃতদেহ উদ্ধার করে। বুধবার (২৪ এপ্রিল) সকালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় বুধবার বিকেল পর্যন্ত একই গ্রামের মফিজউদ্দিনের ছেলে জিয়ারুল (৩৫), তার মা জুলেখা বেগম (৫২) ও স্ত্রী রুমা বেগমকে (২৮) আটক করে পুলিশ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত