যুবলীগ নেতা শাহীন হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ১৭:১৩

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের শ্রীনগরের যুবলীগ নেতা মো. শাহীন হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড ও তা অনাদায়ে আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মনির কামাল এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৬ জনকে খালাস দিয়েছেন বিচারক।

দণ্ডিতরা হলেন- রাজা খাঁ, সোহেল চৌকিদার, এমারত চৌকিদার, আওলাদ চৌকিদার, মাসুদ তালুকদার, রনি কাজী ও বাঁধন। এদের মধ্যে পলাতক রয়েছে আসামি রাজা খাঁ।

রায়ের বিবরণে বলা হয়, পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে আসামিরা ২০১৪ সালের ৬ মার্চ সন্ধ্যায় শাহীনের ওপর হামলা চালায়। ওইদিন শাহীন ঢাকার গুলিস্তান থেকে আরাম পরিবহনের বাসে শ্রীনগরে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে আল অমিন বাজারের কাছে বাসটি থামিয়ে আসামিরা পিস্তল ও রামদা নিয়ে তাকে আক্রমণ করে। শাহিনের বুকে-পেটে গুলি করে ও কুপিয়ে জখম করা হয়।

পরে শাহীনকে প্রথমে ফুলতলা রাজ্জাক হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় ঢাকার মিরপুরের কেয়ার হাসপাতালে। ওই হাসপাতালে ১৫ মার্চে সকালে শাহীন মারা যান। এ ঘটনায় শাহীনের ফুফু কানন বেগম শ্রীনগর থানায় মামলা করেন।