চট্টগ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ কর্মী নিহত

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৯, ১১:৩৭

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরীর ডাবলমুরিং থানার আগ্রাবাদ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্থানীয় যুবলীগের এক কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম জাবেদ (২১)। তিনি কুমিল্লার মো. ইউসুফ বারীর ছেলে।

সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিতে জাম্বুরি পার্কে এ ঘটনা ঘটে।

ডাবলমুরিং জোন পুলিশের সহকারী কমিশনার আশিকুর রহমান জানান, ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যা মামলার আসামি ছিলেন জাবেদ। গোপন সংবাদের ভিত্তিতে ডাবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজিব চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল গতকাল মধ্যরাতের দিকে ওই এলাকায় অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে জাবেদ ও তার সহযোগীরা গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে জাবেদকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি চাইনিজ পিস্তল, দুটি এলজি এবং কয়েকদিন আগে ওই স্থান থেকে পুলিশের হারিয়ে যাওয়া একটি অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় ডাবলমুরিং থানার ওসি সজিব চৌধুরী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।