বাঁধ নির্মাণের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০১৯, ১১:৩৩

সোহাগ লুৎফুল কবির

যমুনার ভাঙ্গনের হাত থেকে স্কুল, কলেজ, মাদ্রসা, কমিউনিটি ক্লিনিক রক্ষায় সিরাজগঞ্জের কাজিপুরে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্কুল কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসী।

সোমবার (২২ এপ্রিল) কাজিপুর উপজেলার মনসুর নগর ইউনিয়নের মাইজবাড়ির যমুনার তীরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মনসুর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাবেক চেয়ারম্যান, গোলজার হোসে ও আব্দুর রাজ্জাক মাষ্টার, মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হোসেন, ইউপি সদস্য হামিদুল ভূইয়া প্রমুখ।

বক্তরা বলেন, কাজিপুর উপজেলার মনসুর নগর ও চরগিরিস ইউনিয়নের দুটি কলেজ, ৮টি বিদ্যালয়, ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৫টি ছোট বড় ব্রিজ, ১৪টি হাট- বাজার, ১টি মা ও শিশু কল্যাণ কেন্দ্র, দুটি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, ১৮টি কমিউনিটি ক্লিনিক সহ ১৮ হাজার একর ফসলি জমি নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করলে হলে কাজিপুরে যমুনা নদীর বাম তীর সংরক্ষন বাঁধ নির্মাণ করা প্রয়োজন। তা না হলে বর্ষা মৌসুমে এই স্থাপনা গুলো নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত