কাঁকড়া ভাজা খেয়ে একজনের মৃত্যু আরেকজন আইসিইউতে

প্রকাশ : ২২ এপ্রিল ২০১৯, ১১:৩৬

সাহস ডেস্ক

নগরীর পতেঙ্গায় ভ্রাম্যমাণ দোকানের কাঁকড়া ভাজা খেয়ে মাহফুজুর রহমান (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটলেও শনিবার বিষয়টি জানাজানি হয়। কাঁকড়া খেয়ে গুরুতর অসুস্থ তার এক বন্ধু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

মাহফুজ বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার বাসিন্দা এবং পরিবারের একমাত্র সন্তান।

সূত্র জানায়, শুক্রবার রাতে দুই বন্ধু পতেঙ্গা সি-বিচে ঘুরতে যান। তারা সেখানের একটি ভ্রাম্যমাণ দোকানে কাঁকড়া ভাজা খান। এর কিছুক্ষণ পরই দু’জন অসুস্থবোধ করতে থাকেন। শ্বাসকষ্ট বেড়ে যায় মাহফুজের। তার বন্ধুর নাকে-মুখে ফেনা চলে আসে। স্থানীয় লোকজন তাদের সিএনজিচালিত অটোরিকশায় করে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নিয়ে ভর্তি করান। রাতেই কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।

আগ্রাবাদের মা ও শিশু হাসপাতালের সুপারভাইজার সাইফুল ইসলাম জানান, গভীর রাতে বিষাক্ত কিছু খাওয়া দু’জনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

তবে পতেঙ্গা থানার ওসি উৎপল জানান, থানায় কেউ কোনো ধরনের অভিযোগ নিয়ে আসেনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত