আশাশুনিতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মাহত্যার চেষ্টা

প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৯, ১৭:৩৯

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর বিষপানে আত্মাহত্যার চেষ্টা করেছে স্বামী। এ ঘটনায় স্বামী কাসেম মোল্যাকে আটকের পর আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে তার চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের নাম শাহিদা খাতুন (১৮)। তিনি আশাশুনি উপজেলার কোদন্ডা আদর্শ গ্রামের মাজেদ গাজীর কন্যা ও একই গ্রামের কাসেম মোল্যার স্ত্রী।

জানা যায়, আশাশুনি উপজেলার কোদন্ডা আদর্শ গ্রামের মৃত নওশের মোল্যার ছেলে কাশেম মোল্যার সাথে একই গ্রামের মাজেদ গাজীর কন্যা শাহিদা খাতুনের ৭ মাস পূর্বে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায়ই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এরই জের ধরে বৃহস্পতিবার ভোর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে কাশেম তার স্ত্রী শাহিদার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এরপর নিজে বিষ খেয়ে বাড়ির ধারে একটি খালের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকে।

স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে শাহিদার লাশ উদ্ধার করে এবং স্বামী কাসেম মোল্যাকে আটক করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কম্যকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূ শাহিদার লাশের সুরতহাল রিপোর্ট শেষে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় ঘাতক স্বামী কাশেম মোল্যাকে আটকের পর আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে তার চিকিৎসা দেয়া হচ্ছে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত