খুলনায় অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৯, ১২:১৫

সাহস ডেস্ক

১১ দফা দাবিতে খুলনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন নৌযান শ্রমিকরা। শ্রমিকদের এ ধর্মঘটে খুলনা অঞ্চলে নৌযান চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৫ এপ্রিল) রাত ১২টা এক মিনিট থেকে এ নৌ ধর্মঘট চলছে। এতে খুলনায় পণ্যবাহী নৌ চলাচল বন্ধ হয়ে গেছে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের খুলনা জেলার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, কেন্দ্রের ডাকা ধর্মঘট খুলনা ও মোংলায় সর্বাত্মকভাবে পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে রূপসা নদীতে নৌযানে ১১ দফা দাবিতে শ্রমিকরা আন্দোলন করছেন। ১১ দফা দাবিতে খুলনায় রাত ১২টা এক মিনিট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।

তিনি আরও বলেন, ঢাকায় যে বৈঠক হয়েছে সেখানে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেউ উপস্থিত ছিলেন না।

অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ফলে মঙ্গলবার খুলনার বিআইডব্লিউটিএ, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ঘাট এবং রুজভেল্ট জেটিতে অবস্থানরত কোনও জাহাজ থেকে পণ্য খালাস করা হয়নি।

দাবিগুলো হচ্ছে- নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি ও ডাকাতি বন্ধ, ২০১৬ সালের ঘোষিত বেতন স্কেলের পূর্ণ বাস্তবায়ন, ভারতগামী শ্রমিকদের ল্যান্ডিং পাস প্রদান ও হয়রানি বন্ধ, নদীর নাব্যতা রক্ষা, নদীতে প্রয়োজনীয় মার্কা, বয়া ও বাতি স্থাপন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত