মেলায় স্টলের নাম ‘ঐ লাইট অফ কর’

প্রকাশ : ১৬ এপ্রিল ২০১৯, ০১:৩৮

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ দিন ব্যাপী বৈশাখী মেলায় অশালীন ও কুরুচিপূর্ণ নামে একাধিক স্টল দেখা গেছে। বেশ কিছু স্টলের নাম নিয়ে নারীদের বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।

মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা জানান, মেলায় অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করে বেশ কয়েকটি স্টল করা হয়েছে। ওই স্টলগুলোতে উঠতি বয়সের যুবকরা বিভিন্ন ধরণের পণ্য বিক্রি করছে। ব্যানারে খুব বড় করে ওই অশালীন ভাষাগুলো লেখা হয়েছে। ওই লেখাগুলো দর্শনার্থীদের খুব সহজেই নজরে আসছে।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবুর রেজা বলেন, বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। লেখাগুলো খুবই অশালীন ও কুরুচিপূর্ণ। ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বৈশাখী মেলার আয়োজন। আর সেটা যদি বিকৃত হয় তাহলে নতুন প্রজন্মের ছেলে-মেয়েরা কি শিখবে। প্রশাসনের আয়োজনে মেলায় এ লেখাগুলো কোনও ভাবেই কাম্য নয়।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, বিষয়টি আমার চোখে পড়েনি। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত