নববর্ষে ভুভুজেলা বাজানো নিষিদ্ধ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৯, ১৭:০৮

সাহস ডেস্ক

বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখ। এ মাসের ১লা তারিখে পালিত হয় ‘‘পহেলা বৈশাখ”। যেটা বাংলাদেশের মানুষের কাছে বাংলা নববর্ষ হিসেবেই বহুল জনপ্রিয়। এই দিনটিকে বাংলাদেশের মানুষ খুব উৎসবের মধ্য দিয়েই উদযাপন করে আসছে।

এ উপলক্ষে অন্যান্য বছরের মতো এ বছরেও রয়েছে পুলিশের ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। এই নিরাপত্তার অংশ হিসেবে রয়েছে কেউ ভুভুজেলা বাজিয়ে আগত দর্শনার্থীকে বিরক্ত করতে পারবে না। সেজন্য ভুভুজেলা বাজানো নিষিদ্ধ করা হয়েছে।

গত ১১ এপ্রিল’১৮ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ডিএমপি’র  মিডিয়া সেন্টারে আয়েজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বিপিএিম-বার, পিপিএম এমটিই জানান।

ভুভুজেলা সম্পর্কে তিনি বলেন- ভুভুজেলা নারীদের উত্যক্ত করাসহ অনর্থক বিরক্তির সৃষ্টি করে। এ কারণে   ভুভুজেলা বহন বা বাজানো  সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এ সময় তিনি সম্মানিত নাগরিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্দেহজনক কোন ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন। এছাড়াও ভুভুজেলা বিক্রি করা সম্পূর্ন নিষেধ করা হয়েছে।

প্রয়োজনে যোগাযোগ করুনঃ

১. পুলিশ সাব-কন্ট্রোলরুম (রমনা পার্ক): (১০০)-২৩২৪৮ (ডিএমপি), ০২-৯৬১১০০৫ (অনুষ্ঠানকালীন)

২. পুলিশ সাব-কন্ট্রোলরুম (সোহরাওয়ার্দী উদ্যান): (১০০)-২৩২৪৯ (ডিএমপি), ০২-৬৬২০৩৯ (অনুষ্ঠানকালীন)

৩. জাতীয় জরুরী সেবা-৯৯৯

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত