২০ লক্ষ বাংলাদেশী জাল নোট ও হেরোইনসহ গ্রেপ্তার ৩

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৯, ১৬:১৬

সাহস ডেস্ক

রাজধানীর পল্টন এলাকা হতে ২০ লক্ষ বাংলাদেশী জাল নোট ও হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি’র গোয়েন্দা উত্তর বিভাগ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলো- মোঃ সাহাবুদ্দীন শিকদার (৩৮), মোঃ মেহেদী হাসান ওরফে বাবু ওরফে লরেন্স (৪২) ও মোঃ সোহেল মিয়া (২৯)। তাদের হেফাজত হতে ১০০০/- টাকা মূল্যমানের ০৫ (পাঁচ) সিরিজের মোট- ২০ (বিশ) লক্ষ বাংলাদেশী জাল টাকা এবং ৩০০ (গ্রাম) হেরোইন উদ্ধার করে জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়,  ১১ এপ্রিল ২০১৯ বিকাল ৪টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্টন থানাধীন ৩২ নয়া পল্টনস্থ “বকসি” হোটেলের সামনে অভিযান করে ডিবি উত্তরের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম। অভিযানে উল্লেখিত ব্যক্তিদের তল্লাশি করে ২০ লক্ষ বাংলাদেশী জাল নোট ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায, তারা বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানকে সামনে রেখে বাংলাদেশী জাল টাকা অরিজিনাল টাকার সাথে মিশিয়ে প্রতারণা করে। এছাড়াও অধিক লাভবান হওয়ার উদ্দেশ্যে হেরোইন  ঢাকাসহ বিভিন্ন জেলায় সুকৌশলে ক্রয় বিক্রয় করে।

এ সংক্রান্তে ডিএমপির পল্টন মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। তাদের নামে ইতিপূর্বেও ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত