তাবলিগের মুরব্বি মাওলানা যুবায়ের আইসিইউতে

প্রকাশ | ১০ এপ্রিল ২০১৯, ১১:৪১

অনলাইন ডেস্ক

দাওয়াতে তাবলিগের অন্যতম মুরব্বি ও কাকরাইল মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মাদ যুবায়ের ‍অসুস্থ। তিনি জাপানের ইয়ামাগাতা সাকোরাচু হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) দীর্ঘ ৫ ঘণ্টা অস্ত্রোপচারের মাধ্যমে তার হার্টে দুটি এনজিওপ্লাস্টিক সম্পন্ন হয়।

মাওলানা যুবায়েরের হার্টে সফল অস্ত্রোপচার হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি সেখানে বিশেষজ্ঞ ডাক্তারদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

উল্লেখ্য, মাওলানা জুবায়ের ২০০৮ সাল থেকে হৃদরোগে আক্রান্ত। দুই দফায় তার হার্টে একাধিক বার রিং পরানো হয়। ফের অসুস্থবোধ করলে তিনি গত ৪ এপ্রিল চিকিৎসার জন্য জাপানের উদ্দেশে দেশত্যাগ করেন।

তার ছেলে মাওলানা হানজালা বাবার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।