বাঘাইছড়িতে আহত ভোট কর্মকর্তার মৃত্যু

প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৯, ১৪:০৬

সাহস ডেস্ক

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে ব্রাশফায়ারের ঘটনায় আরও এক নির্বাচন কর্মকর্তার মৃত্যু হয়েছে। তার নাম নিরু বিকাশ চাকমা (৫২)। নিহত নিরু বিকাশ চাকমা বাঘাইছড়ি উচ্চ বিদ্যলয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

সোমবার (৯ এপ্রিল) দীর্ঘ ২২ দিন চিকিৎসাধীন থাকার পর রাত ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত নিরু বিকাশ চাকমার ছোট ভাই নবজ্যোতি চাকমা জানান, নির্বাচনে দিনভর দায়িত্ব পালন শেষে নির্বাচনী সরঞ্জামসহ উপজেলার সাজেকের কংলাক, মাচালং, বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্র থেকে ফেরার পথে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ঘটানাস্থলে নিহত হন ছয়জন। এ সময় গুরুতর আহত ১১ জনকে হেলিকপ্টারে করে চট্রগ্রাম নেয়ার পথে একজন মারা যান। ওই দিন চট্রগ্রাম নেয়ার পর তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই ঢাকার সিএমএইচে নেয়া হয়।

তারা হলেন- গাড়ির হেলপার সাদ্দাম হোসেন, প্রিসাইডিং অফিসার ফুলকুমারী চাকমা, নিরু বিকাশ চাকমা। তার মধ্যে নিরু বিকাশ চাকমা সোমবার রাত ১১টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত