মানিকগঞ্জে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ | ০২ এপ্রিল ২০১৯, ২০:৪৬

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জের ঘিওরে হালিমা বেগম (৮০) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

২ এপ্রিল (মঙ্গলবার) দুপুরে উপজেলার সিংজুরী ইউনিয়নের চর মাইজখাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা।

হালিমা ওই এলাকার মৃত নছের আলী বিশ্বাসের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন বৃদ্ধা হালিমা। মাঝে মধ্যেই তিনি ব্যথার যন্ত্রণায় কাদতেন। ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘিওর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিসুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তদন্তকরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’