চুড়িহাট্টা ট্র্যাজেডি: ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলে কারাগারে

প্রকাশ : ০২ এপ্রিল ২০১৯, ১৭:২৩

সাহস ডেস্ক

পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭১ জন নিহতের ঘটনায় করা মামলায় ওয়াহেদ ম্যানশনের মালিকের দুই ছেলের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কায়সারুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন মো. হাসান ও সোহেল ওরফে শহীদ।

চকবাজার থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলাম কারাগারে পাঠানোর আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১১ মার্চ হাইকোর্টের একটি বেঞ্চ তাদের তিন সপ্তাহের জামিন মঞ্জুর করেন এবং মেয়াদ শেষে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। সে অনুযায়ী মঙ্গলবার তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।

উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় আগুন লাগে। এতে ওয়াহেদ ম্যানশনসহ বেশ কয়েকটি ভবন পুড়ে যায়। এতে ৭১ জন নিহত হন। আহত হন অনেকে। ওই ঘটনায় আসিফ নামে স্থানীয় এক বাসিন্দা চকবাজার মডেল থানায় একটি মামলা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত