চুয়েটে সফটওয়্যার ডেভেলপমেন্ট কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ৩১ মার্চ ২০১৯, ১২:৪৮

সাহস ডেস্ক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ‘প্রফেশনাল এপ্রোসেস অব সফটওয়্যার ডেভেলপমেন্ট’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 
৩০ মার্চ অনুষ্ঠিত কর্মশালায় ‘ইন্ডাষ্ট্রি রেডিনেস ফর ফ্রেশ গ্র্যাজুয়েট’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেফালো বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইঞ্জিনিয়ার ফেরদৌস মাহমুদ শাওন।
 
ওয়ার্কশপে ‘এজাইল সফটওয়্যার ডেভেলপমেন্ট’ বিষয়ের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সেফালো’র সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুময় বড়ুয়া। উল্লেখিত সফটওয়্যার কোম্পানির সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সত্যজিত দে ‘গ্রোগামিং বেষ্ট প্র্যাকটিসেস’-এর ওপর সেশন পরিচালনা করেন।
 
‘সফটওয়্যার ডেভেলপমেন্ট ট্রেন্ড’ বিষয়ক সেশনে এক্সপার্ট হিসাবে যোগ দেন সেফালো’র সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সুপন্কর বণিক। অনুষ্ঠানে সিএসই বিভাগের সমাপনী বর্ষের শিক্ষার্থীরা প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করা হয়।
 
সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মীর মু. সাক্বী কাওসার ওয়ার্কশপে সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ওয়ার্কশপ আয়োজনে সহাযোগিতায় ছিলেন সিএসই বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাশেদুর রহমান, সারল্য রায়, সামনুন ইবনে আহমদ, রাজু আহমদ, মাহবুবা হোসেন সাকুরা, মারুফুর রহমান, মুবিনুল ইসলাম প্রমুখ।
 
সাহস২৪.কম/রিয়াজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত