চলতি মৌসুমে ১৩ লাখ টন বোরো ধান কিনবে সরকার

প্রকাশ : ২৮ মার্চ ২০১৯, ১৬:৪২

সাহস ডেস্ক

চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৩ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি সিদ্ধ চাল ৩৬, আতপ ৩৫ টাকা ও ধান ২৬ টাকা। এবার মোট সংগ্রহের মধ্যে দেড় লাখ টন থাকছে ধান, যা কৃষকের কাছ থেকে সরাসরি কেনা হবে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সাংবাদিকের এ তথ্য জানান।

মন্ত্রী আরও জানান, ২৫ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।

খাদ্যমন্ত্রী আরও জানান, পাশাপাশি অভ্যন্তরীণ বাজার থেকে ২৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন গমও কেনা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত