কলারোয়ায় নির্বাচনের পর মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর

প্রকাশ | ২৭ মার্চ ২০১৯, ১৮:৫৯

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে স্বতন্ত্রপ্রার্থীর কর্মী সমর্থকদের বিরুদ্ধে এ অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন কলারোয়া উপজেলার বহুড়া গ্রামের মৃত তছির উাদ্দন গাজীর ছেলে কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২৪ মার্চ অনুষ্ঠিতব্য কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে আমরা মুক্তিযোদ্ধার পক্ষে শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতিকের প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের পক্ষে নির্বাচনী কাজ করেছি। কিন্তু এ উপজেলায় জামায়াত বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের সমর্থন নিয়ে কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমীনুল ইসলাম লাল্টু বিজয়ী হন। বিজয়ী হওয়ার পরে বিদ্রোহী প্রার্থীর কর্মী সমর্থকরা কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে শতাধিক বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে। তারা শতাধিক নৌকার কর্মী সমর্থককে মেরে হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি করে।

আহতরা কলারোয়াসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। অনেকে ভয়ে চিকিৎসা নিতে আসতে পারছেন না। হামলাকারীরা আমার (মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফারের) বাড়িতে প্রবেশ করে আমার স্ত্রী সন্তান ও পুত্রবধূকে বেধড়ক মারদর করে মারাত্মক আহত করে।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডর মশিউর রহমান মশু, সাবেক কমান্ডার মাহমুদ হাসান লাকী, মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, মুক্তিযোদ্ধা আমীর হামজা, আব্দুর রাজ্জাক, এড নুরুল আলম, বদরুল আলম খান, কাজী রিয়াজ প্রমুখ।

সাহস২৪.কম/রিয়াজ