প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংগীত গাইলো পুরো জাতি

প্রকাশ : ২৬ মার্চ ২০১৯, ১১:৪৪

সাহস ডেস্ক

স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কণ্ঠ মিলিয়ে জাতীয় সংগীত গাইলো পুরো জাতি।

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু কিশোর সমাবেশে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলনের পর শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন শুরু করে।

সেখানে শতাধিক শিশু-কিশোর শুদ্ধস্বরে জাতীয় সংগীত পরিবেশন করে। তাদের সঙ্গে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপস্থিত অতিথি ও হাজার হাজার দর্শক-অভিভাবক। ঢাকার বাইরেও সারা দেশে একযোগে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

পরে শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিজয়ী জাতির উত্তরসূরি আজকের শিশুরাই। দরিদ্র অসহায় ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে শিশুদের আহ্বান জানান তিনি। আজকের শিশুরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জানান, শিশুদের জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই নিশ্চিত করেছে এ সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত