সাতক্ষীরায় উপজেলা নির্বাচনের বিজয়ী প্রার্থীরা

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ০২:১৫

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সাতটি উপজেলায় সুষ্ঠুভাবে শেষ হয়েছে ৫ম উপজেলা নির্বাচন। বেসরকারিভাবে ভোটের ফলাফল প্রকাশ করেছেন রির্টারনিং কর্মকর্তারা।

উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীরা হলেন-

সদর উপজেলায় নৌকা প্রতীক নিয়ে ৬২ হাজার ৭শ ৭৩ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো: আছাদুজ্জাজামান বাবু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস.এম শওকত হোসেন আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ৩৪  হাজার ৩শ ৫৮ ভোট।

কলারোয়া উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকের আমিনুর ইসলাম লাল্টু ৭১ হাজার ৭শ ৯১ ভোট পেয়ে  নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকা প্রতীকের ফিরোজ আহমেদ স্বপন পেয়েছেন ৩৭ হাজার ২শ ১১ ভোট। 

তালা উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা নিয়ে ঘোষ সনৎ কুমার ৫০ হাজার ৮শ ৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হক (আনারস) প্রতীক পেয়েছেন ৪৮ হাজার ৫শ ৪৬ ভোট।

আশাশুনি উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় নৌকা প্রতিকের প্রার্থী এবিএম মোস্তাকিম ৭৫ হাজার ৫১৩ ভোট পেয়ে নির্বচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. শহিদুল ইসলাম পিন্টু (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪০ হাজার ১২৩ ভোট।

দেবহাটায় চেয়ারম্যান পদে দলীয় নৌকা প্রতিকের প্রার্থী আব্দুল গনি ২৪ হাজার ৭শ ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট স ম গোলাম মোস্তফা  ‘আনারস’ প্রতীক নিয়ে ১৬ হাজার ২শ ৯৫ ভোট পেয়েছেন।

কালিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী সাঈদ মেহেদী (ঘোড়া) প্রতীক নিয়ে ৫৪ হাজার ৬শ ৬৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ মেহেদী হাসান সুমন (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ২ ভোট।

শ্যামনগর উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন ৭২ হাজার ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ওসমান গণি (দোয়াত কলম) প্রতীক নিয়ে ১০ হাজার ৯৯০ ভোট পেয়েছেন।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত