চাঁপাইনবাবগঞ্জে ৪ উপজেলায় ৫০ প্রার্থী, ভোট গ্রহণ রবিবার

প্রকাশ : ২২ মার্চ ২০১৯, ২০:০৬

আগামী ২৪ মার্চ রবিবার ৫ম উপজেলা পরিষদের তৃতীয় দফা নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। চাঁপাইনবাবগঞ্জের চার উপজেলায় ৫০ প্রার্থী তাদের প্রচারণা প্রায় শেষ করেছেন।

দেশব্যাপী ১২৭টি উপজেলার মধ্যে রাজশাহী বিভাগে শুধু চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ, নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুরে এই ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান জানান, নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন। নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ, বৈঠক ও প্রার্থীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবারের মধ্যে প্রিসাইডিং অফিসারদের নিকট ভোটগ্রহণ সামগ্রী বুঝিয়ে দেয়া হবে।

এদিকে নির্বাচন সুষ্ঠু করার ঘোষণা দিয়েছে প্রশাসন। জেলা পুলিশ প্রশাসনের প্রতিও নির্বাচন কমিশনের বিশেষ তদারকীমূলক নির্দেশনা রয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

চার উপজেলায় চেয়ারম্যান পদে ১৩, ভাইস চেয়ারম্যান পদে ২২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ প্রার্থী রয়েছেন।চার উপজেলায় ভোটার ৭,৯৩,১৮৩ জন। এর মধ্যে পুরুষ ৩,৯৮,৫৫০ জন ও নারী ভোটার ৩,৯৪,৬৩৩ জন। চার উপজেলায় ভোটকেন্দ্র ৩২৭টি।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত