পদ্মা সেতুর নবম স্প্যান বসানোর কাজ শুরু

প্রকাশ : ২১ মার্চ ২০১৯, ১২:১৩

সাহস ডেস্ক

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সেতুর নবম স্প্যান ‘৬ ডি’ ৩৪ ও ৩৫ নম্বর পিলারের ওপর বসানোর কাজ বৃহস্পতিবার (২১ মার্চ) শুরু হয়েছে। স্প্যানটি বসানো হলে জাজিরা প্রান্তে ১২০০ মিটার ও মাওয়া প্রান্তে ১৫০ মিটার সেতু দৃশ্যমান হবে। সব মিলিয়ে সেতুর ১৩৫০ মিটার দৃশ্যমান হবে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল থেকেই ১৫০ মিটার দৈর্ঘ্যের স্প্যানটিকে ভাসমান ক্রেনের সাহায্যে বসানোর কার্যক্রম শুরু হয়। 

গতকাল বুধবার (২০ মার্চ) সকাল সাড়ে ৮ টায় মাওয়ার কুমারভোগের বিশেষায়িত ওর্য়াকশপ থেকে ‘৬ডি’ নম্বর স্প্যানটি নিয়ে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পৌছায় ভাসমান জাহাজ। এটি জাজিরা প্রান্তের ৩৫ ও ৩৪ নম্বর খুঁটিতে বসানো হবে। খুঁটি দুটি সম্পূর্ণ রয়েছে। ইতোমধ্যে লিফটিং ফ্রেমটি ৩৫ নম্বর খুঁটির ওপর ঝুলানো হয়েছে।

দুপুর ১২ টার দিকে লৌহজং উপজেলার মাওয়া প্রান্ত থেকে ৩৬শ’ মেট্রিকটন ওজন ক্ষমতার ভাসমান জাহাজ তিয়ান-ই নতুন এই স্প্যানটি নিয়ে জাজিরা প্রান্তের ৩৫-৩৪ নম্বর খুঁটির কাছে পৌছে বলে পদ্মা সেতুর দায়িত্বশীল নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন।

এ পর্যন্ত ২১১টি পাইল বসে গেছে। আরও ৫১টি পাইল বাকী আসে। দু’ তীরের দু’টি খুঁটি বাদে পদ্মায় ৪০টি খুঁটিতে পাইল বসবে মোট ২৬২টি। এছাড়া দু’ তীরে ১৬টি করে দু’ই খুঁটির ৩২টি পাইল আগেই বসে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত