খাগড়াছড়ির সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহার

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১২:৪৭

সাহস ডেস্ক

তিন দফা দাবিতে খাগড়াছড়িতে আজ সকাল-সন্ধ্যা হরতাল শুরুর পর ‘প্রশাসনের আশ্বাসে’ তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

বুধবার (২০ মার্চ) সকাল ৬টা থেকে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকে হরতাল শুরু হয়। এর কিছু পরেই সংগঠনটির পক্ষ থেকে হারতাল প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা আসে।  

সংগঠনটির জেলা কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম মাসুদের পাঠানো এক বিবৃতে এ তথ্য জানানো হয়।

নজরুল ইসলাম মাসুদ জানান, সন্ত্রাসীদের ধরতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার আশ্বাসে ঘোষিত হরতাল প্রত্যাহার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় সংগঠনটির জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৮ জনকে হত্যা, বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা সুরেশ কান্তি তঞ্চঙ্গাকে হত্যা ও বাসন্তি চাকমাকে সংসদ সদস্য পদ থেকে অপসারণের দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত