মহেশখালীতে গাড়ি খাদে পড়ে নিহত ২

প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ০৪:২২

সাহস ডেস্ক

কক্সবাজারের মহেশখালীতে সড়ক দুর্ঘটনায় শেফায়েত উদ্দীন (২৭) ও নাছির মোহাম্মদ মামুন (২২) নামে দুই জন নিহত হয়েছেন ও আহত হয়েছেন ছয় জন।

১৯ মার্চ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাতারবাড়িতে এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন মাতারবাড়ির ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ।

নিহতরা দু’জনেই মাতারবাড়ি ফুলজান মুরা গ্রামের বাসিন্দা।

আহত ছয় জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক ও তাকে চকরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে।

মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, ‘এ ঘটনায় আহত গাড়িটির চালক মাতারবাড়ির রাজঘাট এলাকার মোহাম্মদ রাসেলের অবস্থা আশংকাজনক। এছাড়াও আরও ৫ জন আহত হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, সিমেন্টের খালি প্যাকেট ভর্তি গাড়িটি সন্ধ্যায় চালিয়াতলী-মাতারবাড়ি সড়কের দারাখাল মাঝের চর এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থালেই দু'জনের মৃত্যু হয়।

গাড়িটি চকরিয়ার ডাম্পিং স্টেশন থেকে রওয়ানা দিয়ে মাতারবাড়ির কয়লা বিদ্যুৎ প্রকল্প এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুল ইসলাম জানান, ‘আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নিহত দুই মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর ও মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম জানান, ‘ঠিক কী কারণে দুর্ঘটনা সংগঠিত হয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত