২২ পলিথিন কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ১৩ মার্চ ২০১৯, ১৮:৫১

সাহস ডেস্ক

আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন তৈরি করায় রাজধানীর সোয়ারিঘাট এলাকার ২২টি কারখানাকে ২৬ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৩ মার্চ) দুপুরে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে সোয়ারিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

সারওয়ার আলম জানান, সোয়ারিঘাট এলাকার ২২টি নিষিদ্ধ পলিথিন তৈরি কারখানার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এ অপরাধে কারখানাগুলোকে মোট জরিমানা করা হয়েছে ২৬ লাখ টাকা।

এসময় ৮৫ টন পলিথিন ও পলিথিন তৈরির বিভিন্ন উপাদান জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত