টাঙ্গাইলে ভবন ধসে ১৮ শ্রমিক আহত

প্রকাশ | ১৩ মার্চ ২০১৯, ১৫:০৬

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবন ধসে ১৮ শ্রমিক আহত হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিন শ্রমিককে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মামুন মিয়া জানান, নির্মাণাধীন ১২তলা ভবনের ২য় তলার ছাদে ঢালাইয়ের কাজ চলছিল। হঠাৎ রাত ১২টার দিকে নির্মাণাধীন ওই ছাদের উত্তর পশ্চিম প্রান্তের কোণা ভেঙে পড়ে। এ সময় ভেঙে পড়া অংশে চাপা পড়ে ১৮ নির্মাণ শ্রমিক আহত হন।

বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ফায়ার সার্ভিসকর্মীরা ১৮ শ্রমিককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। বিশ্ববিদ্যালয়ের ১২তলা এ মাল্টিপারপাস ভবনের নির্মাণ কাজ পায় নূরানী কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।