ব্যারিস্টার শওকত আলী খানও পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

প্রকাশ : ১২ মার্চ ২০১৯, ১৮:০২

সাহস ডেস্ক

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি হিসেবে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি মরহুম ব্যারিস্টার শওকত আলী খানও ২০১৯ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

আজ মঙ্গলবার (১২ মার্চ) ‘স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ’ ক্ষেত্রে মরহুম ব্যারিস্টার শওকত আলী খানকে এ পুরস্কারের জন্য মনোনীত করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আদেশ জারি করা হয়। এ নিয়ে চলতি বছর স্বাধীনতা পুরস্কারে মনোনীতদের সংখ্যা হলো ১৩ ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার দেবেন। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত