পদ্মা সেতুর চুরি যাওয়া সরঞ্জামসহ আটক ৭

প্রকাশ | ০৭ মার্চ ২০১৯, ১৬:২৮

অনলাইন ডেস্ক

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা সেতু প্রকল্পের চুরি হয়ে যাওয়া সরঞ্জামসহ সাতজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৭ মার্চ) রাতে উপজেলার মাওয়া ঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ওই সাতজনকে আটক করে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে সেতুর পাইলিংয়ের কাজে ব্যবহৃত রড, অ্যাঙ্গেলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ সিপিসি-১-এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান জানান, বুধবার রাতে মাওয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে পদ্মা সেতু প্রকল্পের মালামাল চুরিচক্রের সাতজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের থেকে ২৫ টন রড ও পাঁচশ লিটার চোলাই তেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তেল সেতুর কাজে ব্যবহৃত নৌযানগুলোর জন্য বরাদ্দ। এ সময় চোরচক্রের দুটি ইঞ্জিনচালিত বোটও জব্দ করা হয় বলে জানান র‍্যাব কর্মকর্তা।

মাওয়া ঘাটের কয়েকটি ট্রলার পদ্মা সেতুর মালামাল চুরির এসব ঘটনায় জড়িত বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। আটক ব্যক্তিদের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‍্যাব।