তেজগাঁওয়ে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

প্রকাশ | ০৭ মার্চ ২০১৯, ১১:০২

অনলাইন ডেস্ক

বেতনভাতা বৃদ্ধির দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার (৭মার্চ) সকাল ৮টার পর থেকে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের কর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে অবস্থা স্বাভাবিক হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মাসুদ বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করায় মহাখালী-মগবাজার সড়কসহ আশপাশের এলাকার সব সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।

পরে সকাল সাড়ে ৯টার দিকে পোশাক শ্রমিকরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।