নাগরিক সেবা প্রদানে সাধারণ মানুষকে হয়রানি করা যাবে না : এমপি রবি

প্রকাশ : ০৬ মার্চ ২০১৯, ১৩:৫৪

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৬ মার্চ) দুপুরে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশিষ চৌধুরী’র সঞ্চালনায় সদর উপজেলা পরিষদের সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় তিনি বলেন, নাগরিক সেবা প্রদানে সাধারণ মানুষকে হয়রানী করা যাবে না। আমরা জনপ্রতিনিধিরা জনগণের চাকর। জনগণের সুবিধার্থে উন্নয়নমূলক কাজে গাফিলতি করে জনগণের ভোগান্তী দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সভায় বিভাগ ওয়ারী প্রতিষ্ঠানের বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে দলা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আমজাদ হোসেন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. নকিবুল হাসান, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. রোকনুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা প্রকৌশলী সফিউল আজমসহ সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত