ভোক্তা অধিকারে কৃষকের অভিযোগ, অতঃপর...

প্রকাশ : ০৫ মার্চ ২০১৯, ১২:৫০

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রাসায়নিক সারের মূল্য নিয়ে কৃষকের সাথে প্রতারণা ও লাল কাপড়ে প্রকাশ্যে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে দুটি সার দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নাচোল মধ্য বাজারে অধিদপ্তরের জেলা কার্যালয়ের অভিযানে একজন কৃষকের নিকট থেকে সারের মূল্য বেশী নেবার অভিযোগ তাৎক্ষণিক প্রমাণীত হয়। বিক্রেতাও দোষ স্বীকার করে অতিরিক্ত অর্থ ফেরৎ দেন।

অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, অভিযানে বাজারের একটি রেস্তোরাঁকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত