সিরাজগঞ্জ জজ কোর্ট চত্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশ : ০৩ মার্চ ২০১৯, ১২:১৩

সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শনিবার সকাল থেকে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী আনিসুর রহমানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। দুপুর পর্যন্ত প্রায় অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর জানান, জেলা ও দায়রা জজ আদালত চত্বরে সরকারি জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে আসছিল কতিপয় ব্যবসায়ীবৃন্দ। আদালত চত্বরের সামনের পরিবেশ রক্ষার্থে ও সরকারি জায়গা অবৈধ দখলদার থেকে দখলমুক্ত করতে সকাল থেকে ওই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়।

দুপুর পর্যন্ত প্রায় ৫০টি দোকানপাট ছাড়াও আইনজীবী সহকারী সমিতি ভবনের বারান্দার বাড়তি অংশ ভেঙ্গে ফেলা হয়। ভবিষ্যতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন পৌর ভূমি সহকারী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাহমুদুল হাসান রুবেল, সদর থানার উপ-পরিদর্শক মানিক হোসেন, সৌরভ দত্ত, সদর থানা পুলিশের সদস্যবৃন্দ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত