কমলগঞ্জে ড্রেজার মেশিনের শব্দদূষণের শিকার শতাধিক শিক্ষার্থী

প্রকাশ : ০১ মার্চ ২০১৯, ১৭:০৪

পিন্টু দেবনাথ

ধলাই নদী থেকে বালু তোলার ড্রেজার মেশিনের শব্দদূষণের শিকার মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাধীন আলেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক কোমলমতি শিক্ষার্থীদের পাঠগ্রহণ। এমন অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের।

বৃহস্পতিবার বিকাল ৩টায় সরেজমিন ধলাই নদী ঘেষা আলেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় থেকে ৫০ গজ অদূরে ধলাই নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। আর এ মেশিনটির বিকট শব্দে বিদ্যালয়সহ আশপাশের এলাকাটি ভারী হয়ে উঠেছে। এদিকে পৌর এলাকার কুমড়াকাপন গ্রামেও একই অবস্থা। অবাধে মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। শব্দদূষণের ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক বিঘ্ন ঘটছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার জানান, প্রায় দু’বছর থেকে কিছু মহল বিদ্যালয়ের নিকটেই ধলাই নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু উত্তোলন করে যাচ্ছে। ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানে চরম বিঘ্ন হচ্ছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, বিষয়টি আমাকে কেউ জানায়নি। আমরা সরজমিনে গিয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করব।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত